সর্বশেষ
14 Nov 2025, Fri

কেন্দুয়ায় ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতির দোকানে দুর্ধর্ষ চুরি

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া বলাইশিমুল ইউনিয়নে আমলীতলা বাজারে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত ২৭ জুলাই(রবিবার)দিবাগত রাতের কোন একসময়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আমলীতলা বাজারের ব্যবসায়ী ও বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উদ্দিনের ছেলে মো.সোহেল মিয়ার দোকানে ঘটে।

দোকানের মালিক মো.সোহেল মিয়া বলেন, প্রতিদিনের মতো বেচা কেনা শেষ করে রাতে বাড়িতে যাওয়ার সময় দোকানের সাটারে বেশ কয়েকটি তালা লাগিয়ে বাড়িতে চলে আসি।সোমবার (২৮ জুলাই) সকালের দিকে আমার দোকানের ভাড়াটিয়া মো. মতি মিয়া জানান আমার দোকানের সাটারের তালা ভাঙা, তখন দ্রুত এসে দেখি দোকানে মালামাল বলতে কিছুই নেই। বাড়িতে যাওয়ার সময় দোকানে গ্যাস ভর্তি ৩৫ টি সিলিন্ডার, খালি ১০ টি, ভুষির বস্তা ৫টি, ২৫ কেজি ওজনের গরুর খাদ্যের বস্তা ৪৫ টি, নারিশ ১৩ টি ও ২৫ কেজি ওজনের ১২৫ বস্তা চাল ছিল। এছাড়াও ক্যাশ ড্রয়ারে নগদ টাকা ১০/১৫ হাজার টাকা ও বাকির খাতাপত্র (বাকি খাতা/টালী)ছিল এগুলোর কিছুই নেই, চুরি হয়ে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭/৮ লাখ টাকা। আমার মনে হয় আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার, কারণ আমার বাবা রহিম উদ্দিন বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এই দোকানেরই ভাড়াটিয়া মো. মতি মিয়া বলেন, সকালে এসে দেখি সোহেল মিয়ার দোকানের সাটারের তালা ভাঙা, তখন সোহেল মিয়াকে আমি খবর দিলে তিনি এসে দেখেন তার দোকানে কোন মালামাল নেই, রাতের আঁধারে কে-বা কারা চুরি করে নিয়ে গেছে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

বলাইশিমুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সারোয়ার জাহান খান হুমায়ুন বলেন, চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসেছি। এটি অত্যন্ত নিন্দনীয়। দোকানের মালিক সোহেল মিয়ার পিতা রহিম উদ্দিন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমি তাদের বলেছি আইনের আশ্রয় নেয়ার জন্য,যদি সুনির্দিষ্ট কাউকে সনাক্ত করতে পারে তবে সে যে-ই হোক তাকে অবশ্যই ছাড় দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *