
ডেস্ক রিপোর্টঃ
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি),নেত্রকোণা জেলা শাখা আয়োজিত রবিবার(২৭জুলাই) দুপুরে নেত্রকোণা পৌর শহরের স্থানীয় পুরাতন কালেক্টরেট মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন,জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাহিদ ইসলাম,মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ,কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান ও রুহুল আমিন আইনী।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ,উত্তর আঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ এবং কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।
বক্তারা দেশকে চাঁদাবাজি,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য,পূর্বঘোষিত সূচি অনুযায়ী সকাল ১০টায় পদযাত্রা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে বেলা ১২টায় মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
