
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠান উপলক্ষ্যে জাতীয় সংগীত এবং দোয়ার মাধ্যমে “সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ”অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল নেত্রকোণার কেন্দুয়া উপজেলাও।
শনিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনূসুর রহমান রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশীদ ফারুকী,উপজেলা জামায়াতের আমির মো.সাদেকুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
