সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার,ভিকটিম কিশোরী উদ্ধার

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার সহ ভিকটিমকে উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. জাহিদ হাসান রানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২১ জুলাই) রাতে নরসিংদির পলাশ উপজেলার ঘোড়াশাল প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী উজ্জ্বল মিয়াকে গ্রেফতার সহ ভিকটিমকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।

জানা যায়, চলতি বছরের ১৪ জুন সকাল ৯টার দিকে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নের বাশাটি বাজারের বায়তুসসুন্নাহ ক্বারি মহিলা মাদ্রাসার সামনে থেকে সপ্তম শ্রেণির ঐ ভিকটিম কিশোরীকে অপহরণ করে অপহরণকারীরা। ঘটনার পরেরদিন ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পাথরাইল গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া, এনামুল হক ওরফে এমদাদুল, জেসমিন ও জামাল মিয়া।তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জাহিদ হাসান রানা জানান, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর সঠিক তদন্ত ও প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান পরিচালনা করে প্রধান আসামীকে গ্রেফতার করেছি এবং ভিকটিমকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি।

আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,সোমবার(২১জুলাই) মামলার প্রধান আসামী উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার (২২ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি শেষে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।এছাড়াও মামলার বাকি আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *