
ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চণ্ডিগড় ইউনিয়নের নাথপাড়া গ্রামে প্রতিষ্ঠিত মানব কল্যাণকামী অনাথালয় “নয়নযোগী আশ্রম” পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
শুক্রবার(১৮ জুলাই)সকালে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে মানব কল্যানকামী অনাথালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় আশ্রম কর্তৃপক্ষ ও অনাথালয়ে আশ্রিত ছেলেমেয়েরা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান।
জেলা প্রশাসক অনাথাশ্রমটি ঘুরে দেখেন ও একটি বৃক্ষ রোপন করেন।
পরে জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও প্রশাসনের কর্মকর্তাদের সন্মানে সম্মিলিত সংগীত পরিবেশন করেন অনাথালয়ের শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস উনার বক্তব্যে অনাথালয়ের কার্যক্রমের ভুয়সী প্রসংসা করেন ও আনাথালয় পরিচালনায় সরকার ও জেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাভিদ রেজুয়ান কবির, দুর্গাপুর উপজেলা হিসাব রক্ষন মোক্তাদির হোসেন চৌধুরী,উপজেলা সমবায় কর্মকর্তা ও কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক বিজন কান্তি ধর সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য,শ্রীল নিত্যানন্দ গোস্বামী নয়ন(নয়ন যোগী) ১৯৯৬ সালে তাঁর নিজস্ব তিন একর ৩৭ ডিসিমেল জমি দান করে স্থাপন করেন এই অনাথালয়টি।সমাজসেবা অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক তালিকাভুক্ত এই অনাথালয়টি দেশের বিভিন্ন জায়গা থেকে অনাথ শিশু,বৃদ্ধ,বিধবা ও বিপত্নীক অসহায়দের আশ্রয় এবং সেবা প্রদান করে যাচ্ছে।অনাথালয়ের প্রতিষ্ঠাতা নয়ন যোগী’র মৃত্যুর পর থেকে তাঁর সহধর্মিনী নিশা দেবী এই আশ্রমের পরিচালক হিসেবে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
