
ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৮ জুলাই) দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নে ডন বক্সো কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে রুসা বাংলাদেশের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায়,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় উক্ত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
মাদক বিরোধী সমাবেশে ডন বক্সো কলেজের প্রভাষক সিলভিয়া রহমান আকুঞ্জী ও প্রভাষক প্রদীপ প্রেমা’র সঞ্চালনায় ও রুসা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ শাহ আলম, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাভিদ রেজওয়ানুল কবির, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক,ডন বক্সো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ শহীদুল্লাহ খান।
মাদক বিরোধী উক্ত সমাবেশে বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোকপাত করে এর বিরুদ্ধে ছাত্র- ছাত্রী,অভিভাবক ও শিক্ষক সহ সবাইকে সতর্ক এবং সোচ্চার হওয়ার আহবান জানান।
আলোচনা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
