
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার (১৮ জুলাই) গড়াডোবা ইউনিয়নের সচেতন নাগরিক মহলের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ জুলাই ২৫/(২)(১)/২৭(২)(১) সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, ইচ্ছাকৃতভাবে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার ও প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শন করা ও সহায়তা করার অপরাধে ইউপি সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বাদী হয়ে গড়াডোবা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মঞ্জুরা আক্তার, দৈনিক বাংলাদেশ পরিক্রমার নেত্রকোণা জেলা প্রতিনিধি মহিউদ্দিন সরকার ও দৈনিক স্বাধীন কাগজের নেত্রকোণা জেলা প্রতিনিধি তানজিলা শাহ্ রুবীকে আসামী করে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।
তারই প্রেক্ষিতে আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেন গড়াডোবা ইউনিয়নের সচেতন নাগরিক মহল।
মানববন্ধনে বক্তারা বলেন, মহিলা ইউপি সদস্য মঞ্জুরা আক্তার একজন দূর্নীতিবাজ। কোন কাজ না করেই বা আংশিক করে সরকারি ৫ টি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। ইউপি সদস্য মঞ্জুরা আক্তার তার নিজের অপকর্ম ঢাকতে সাংবাদিক পরিচয়দানকারী মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ্ রুবীকে দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পরিবেশের সৃষ্টি করছে যা সম্পূর্ণ আইনবহির্ভূত।
বক্তারা আরও বলেন, আমরা প্রশাসনের কাছে জোড় দাবি জানাচ্ছি এই তিনজনকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
