
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) দিনব্যাপী উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঁঞা মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আনোয়ারুল হক।
উক্ত বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ।
জানা যায়, উক্ত বর্ধিত সভায় দেশের বর্তমান বাস্তবতায় বিএনপি’র করণীয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও পতিত ফ্যাসিবাদী শক্তি যাতে মাথাচারা দিয়ে না ওঠতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়।দলের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে আত্মসমালোচনার পাশাপাশি দলের সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন দলের উপস্থিত নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা ও উপজেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
