
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনকে হুমকি, মানহানি ও চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক মহিউদ্দিন তালুকদার, সাংবাদিক তানজিলা শাহ রুবি এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনজুরা আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে।
১৬ জুলাই কেন্দুয়া থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয় (মামলা নম্বর: ১৭/২০২৫)।
লিখিত অভিযোগে সচিব আনোয়ার হোসেন উল্লেখ করেন,গত ২৯ মে সহকারী কমিশনার (ভূমি) তদন্ত কার্যক্রম পরিচালনাকালে মহিউদ্দিন অনুমতি ছাড়া ইউপি কক্ষে ঢুকে ভিডিও করেন ও পরে তা সামাজিক মাধ্যমে প্রচার করে হুমকি দেন। ২ জুলাই ইউএনও হোল্ডিং এসেসমেন্ট উদ্বোধনে গেলে, অভিযুক্তরা ইউপি কার্যালয়ে চাঁদা দাবি ও অপপ্রচারের হুমকি দেন। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ ডেকে নিয়ন্ত্রণে আনা হয়।
এছাড়া, মহিউদ্দিন তার ফেসবুকে ইউএনও ও সচিবের বিরুদ্ধে একাধিক মানহানিকর পোস্ট দেন। তানজিলা রুবিও ফেসবুক লাইভে গিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
সচিব আনোয়ার হোসেন বলেন, এ ধরনের সাংবাদিকতা আমার চাকরি জীবনে দেখিনি। হুমকি-ধামকি দিয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, সাংবাদিকতার আড়ালে কেউ যদি সমাজে বিভ্রান্তি ছড়ায়, সেটি সাংবাদিক সমাজকেই কলঙ্কিত করে।
অন্যদিকে অভিযুক্ত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার বলেন,আমি ও রুবির ব্যাপারে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা।আমরা চাঁদাবাজি করতে যাইনি। আমরা গিয়েছিলাম মহিলা মেম্বারের বিষয়ে একটি অভিযোগের তদন্ত শোনার জন্য।আমাদের বিরুদ্ধে এজাহারে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
