সর্বশেষ
15 Nov 2025, Sat

এখনো খোঁজ মেলেনি কেন্দুয়ার যুবদল নেতা শামীমের,প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গন্ডা ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক,বর্তমান যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম নিখোঁজের ১৩ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শামীমের সন্ধান দাবিতে কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য,নেত্রকোণা জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনু,পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,বিএনপি নেতা হাবিবুর রহমান মোসলেম,সেকুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, একজন রাজনৈতিক কর্মী নিখোঁজ হওয়ার ১৩ দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো অগ্রগতি নেই। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন ও রাষ্ট্রীয় ব্যর্থতার বহিঃপ্রকাশ।
তারা দ্রুত শামীমের সন্ধান চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং দাবী আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ২ জুলাই রাত ১২টার দিকে স্থানীয় মডেল বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে অদ্যাবধি পর্যন্ত বাড়ি ফেরেনি শামীম।তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুইদিন পর একই ইউনিয়নের গৈছাসিয়া গ্রামের ব্রীজের নিচে পানি থেকে উদ্ধার করা হয়েছে।পরদিন তার বড় ভাই কেন্দুয়া থানায় একটি সাধারন ডায়েরি (জিডি নং-১৪২) করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *