
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা স্কুল এন্ড কলেজ শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাসে ক্রীড়াক্ষেত্রে আত্মত্যাগের এক উজ্জ্বল নক্ষত্রের নাম আব্দুর রাজ্জাক।১৯৬৬ সালের ১১ জুলাই ইন্টার স্কুল ফুটবল খেলায় প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারান অষ্টম শ্রেণির এই তরুণ ক্রীড়াবিদ।
শনিবার (১২ জুলাই) সান্দিকোনা স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে এই ক্রীড়াবিদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবুল আহমেদ তার বক্তব্যে জানান,নতুন প্রজন্মকে তার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেওয়ার প্রয়াসে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শহীদ আব্দুর রাজ্জাকের স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।শহীদ রাজ্জাক ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র ও পরিশ্রমী ক্রীড়াবিদ।তার অবদান কখনও ভুলার নয়।অনুষ্ঠানে মরহুমের ছোট ভাইসহ পরিবারের সদস্যগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে মরহুম আব্দুর রাজ্জাকের কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়, যা ছিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই মহতী উদ্যোগ আমাদের শিক্ষা দেয়, ইতিহাস শুধু পাঠ্যবইয়ে নয়, কর্ম ও চেতনায়ও ধারণ করতে হয়।
শহীদ ক্রীড়াবিদ আব্দুর রাজ্জাকের আত্মত্যাগ যেন আমাদের সকলকে অনুপ্রাণিত করে।দেশের প্রতি দায়িত্ববোধ,খেলাধুলার প্রতি ভালোবাসা এবং সম্মিলিত শ্রদ্ধাবোধ আমাদের এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ১১ জুলাই সান্দিকোনা হাইস্কুলের তখনকার সময়ের অষ্টম শ্রেণির প্রতিভাবান ছাত্র মো.আব্দুর রাজ্জাক স্কুলের পক্ষ হয়ে আশুজিয়া জেএনসি হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালীন সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের আঘাতে গুরুতর আহত হয়।পরেরদিন চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
