সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে কেন্দ্রীয় নেতা হিলালী

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী।

শুক্রবার(১১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে নিখোঁজ যুবদল নেতা শামীমের গ্রামের বাড়িতে যান এবং শামীমের পরিবারের সকল সদস্যদের সমবেদনা জানান তিনি।

এ সময় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, গন্ডা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বোরহান উদ্দিন তমজিদ, সাধারণ সম্পাদক রনি,সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম, মাসকা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম সুমন,উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান মহসিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শামীম গত ৩ জুলাই রাত ১২টার দিকে স্থানীয় মডেল বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে অদ্যাবধি পর্যন্ত বাড়ি ফেরেনি। তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুইদিন পর একই ইউনিয়নের গৈছাসিয়া গ্রামের ব্রীজের নিচে পানি থেকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে নিখোঁজ পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় জিডি করা হয়েছে। এসময় গণমাধ্যমকর্মীদেকে বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালী বলেন,শামীম দলের একজন
নিবেদিত কর্মী। তার নিখোঁজের ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন।শামীম এতদিন ধরে নিখোঁজ অথচ পুলিশ প্রশাসন কোন কিছুই বলতে পারছেনা।আমরা অনেক ধৈর্য্য ধরেছি।আগামী ৩দিনের মধ্যে শামীমের কোন খোঁজ না দিতে পারলে লাগাতার কর্মসূচি চলবে বলে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *