
ডেস্ক রিপোর্টঃ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোণার আটপাড়ায় লাঙ্গুনিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) শুনই ইউনিয়নের গোয়াতলা এলাকায় লাঙ্গুলিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃএর কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে নির্বাচন চলে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন লাঙ্গুলিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন কমিশনার মোঃ হাকিম উদ্দিন মাস্টার।
নির্বচনে সভাপতি হিসেবে মোঃ রকিব হোসেন সাঞ্জু আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে মোঃ হিরণ আহম্মেদ হরিণ প্রতীকে ১৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকট তম প্রতিদ্বন্ধী মোঃ আনোয়ার হোসেন (চাঁন মিয়া) দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৭৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোঃ ইমরান হোসেন তুহিন টিউবওয়েল প্রতীকে ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্ধী আব্দুর রেজ্জাক মই প্রতীকে পান ৩৯ ভোট।
উল্লেখ্য,প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় আগেই বেসরকারিভাবে নির্বাচিত হন সভাপতি পদে মোঃ রকিব হোসেন সাঞ্জু, সহ-সভাপতি পদে হুমায়ুন কবীর,পুরুষ সদস্য পদে আবুল কাশেম, তোতা মিয়া, বিল্লাল মিয়া ও সাদেক মিয়া। মহিলা সদস্য পদে ফুলেছা আক্তার, দুলেনা আক্তার, আলেহা আক্তার ও রোকসানা আক্তার।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা গণমাধ্যমকে বলেন, সকল ভোটার ভাই বোনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদেরকে নির্বাচিত করার জন্যে।আমরা বিজয়ী ও বিজিত সকলে মিলে লাঙ্গুলিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ কে একটি আদর্শ ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলব এবং এলাকাবাসীকে সুন্দর একটি পানি ব্যবস্থাপনা উপহার দিব ইনশাআল্লাহ।আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
