সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় ধর্ষক ও হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

রোয়াইলবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সুমাইয়া’র ধর্ষক ও হত্যাকারী আশরাফুল আলম পূর্ণ এর দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৭জুলাই) দুপুরে রোয়াইলবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রোয়াইলবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাদ্রাসা শিক্ষার্থী মরে, প্রশাসন কি করে? সুমাইয়া হত্যার বিচার চাই, আমার বোন মরলো কেন, জবাব চাই, জবাব চাই , খুনির ফাঁসি চাই, ফাঁসি চাই এমন অসংখ্য শ্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি মুখরিত হয়ে ওঠে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আসামিকে দ্রুত গ্রেফতার ও বিচারের জোড়ালো দাবি জানান বক্তারা।

উল্লেখ্য,প্রেম সংক্রান্ত জেরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে এবং পরে তা অস্বীকার করায় গত ২৯ জুন বিষ (কীটনাশক) পানে সুমাইয়া গুরুতর অসুস্থ হয়ে গেলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে গত ১ জুলাই সকালে আরো উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাজীপুরের স্কয়ার মাস্টার বাড়িতে পৌঁছা মাত্র মৃত্যু বরণ করেন।

এই ঘটনায় গত বৃহস্পতিবার (৩ জুলাই) কেন্দুয়া থানায় একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়ার বাবা।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *