সর্বশেষ
15 Nov 2025, Sat

হাসপাতালে অনিয়মের খবর পেয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরলেন এনসিপি নেতা

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণা সদর হাসপাতালে অনিয়মের খবর পেয়ে তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরলেন বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।

জানা যায়,শনিবার(৫ জুলাই) রাত ১১ টায় এনসিপি’র কেন্দ্রীয় নেতা ফাহিমের কাছে শাহাদাত নামে রোগীর এক আত্মীয়ের কল আসে তারা রোগীকে উপরে তুলতে ট্রলি পাচ্ছেন না।পেলেও টাকা দিতে হবে নাহয় তারা ট্রলি দিবে না,এমনকি রোগীর লোক নিজেরা ট্রলি ঠেললেও না।এরপর তৎক্ষনাৎ ফাহিম রহমান ও তার সাথে ইমন কায়েস শুভ,নাফিউ রহমান,মাহবুব আলম,আমিনুল ফারুক গিয়ে শুরুতে গোপন ক্যামেরায় প্রমাণ সংগ্রহ করেন, এরপর তারা প্রতিবাদ করেন।বিষয়টি জানাতে সিভিল সার্জনকে কল করা হলে জানতে পারেন তিনি বদলি হয়ে গিয়েছেন।এরপর হাসপাতালের তত্ত্বাবধায়ককে কল করলে তিনিও বদলি হয়ে গিয়েছেন জানতে পারেন।পরে এনসিপি’র নেতৃবৃন্দ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মাজহারুল আমিনকে জানান।একই সময় হাসপাতালের রোগীদেরকে বিভিন্ন দালালের মাধ্যমে বাইরে বেশী টাকায় টেস্ট করানোর বিষয়টিও ফাহিম রহমানের লাইভে এক রোগী অভিযোগ করেন।

এ বিষয়ে ফাহিম রহমান খান পাঠান বলেন,সবাই যেন নেত্রকোণা সদর হাসপাতাল নিয়ে সরব থাকেন।সকল অনিয়মের বেড়াজাল ভেঙে দেয়া হবে।রোগীদের সাথে কোন ধরনের অনিয়ম কোনভাবেই মানা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *