
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বসত ঘরের কাঠের ধন্নায় দড়ি বেঁধে গলায় ফাঁসি দিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের।
বৃহস্পতিবার (৩জুলাই) উপজেলার দলপা ইউনিয়নের ভাদেরা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয় ও পুলিশ সূত্রে।
নিহত যুবকের নাম লুকেল মিয়া (৩০)। তিনি পেশায় ছিলেন একজন কৃষক। তার বাবার নাম ফয়জুর রহমান (মৃত)।স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের আর্থিক অনটন ও হতাশার কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন তিনি (লুকেল মিয়া)।
পরিবার ও বাড়ির লোকজন ভোর বেলায় লুকেল মিয়ার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে পরে এসে লাশ উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ।
এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই ও সংশ্লিষ্ট অফিসার কামাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অপমৃত্যু মামলা শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সংসারের আর্থিক টানাপোড়েন ও হতাশা থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।
