সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় জাসাসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে বিএনপি’র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)–এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩ জুলাই) বিকালে কেন্দুয়া উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন, এবং উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া হাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক সারোয়ার জাহান টিপু সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন,সাবেক ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত।তারা উঁকিঝুঁকি দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,কোনো ধরনের উসকানি বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তার সময়োচিত জবাব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *