সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় দায়িত্ব ফেলে উধাও অ্যাম্বুলেন্স চালক,৫২ দিনেও মিলছে না খোঁজ

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক বাবুল মিয়া গত ৫২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের সেবা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ মে থেকে বাবুল মিয়া কর্মস্থলে অনুপস্থিত। তার মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক দফায় চিঠি পাঠিয়েও তার কোনো খোঁজখবর পায়নি। এমনকি তার পরিবারের সাথেও যোগাযোগ করে কোনো তথ্য মিলেনি।

চালক বাবুল মিয়ার সার্ভিস রেকর্ড পর্যালোচনা করে জানা যায়, তিনি দায়িত্ব পালনে গাফিলতি করে আসছিলেন। তার আচার-আচরণ ও চলাফেরা সম্পর্কেও অসন্তোষ ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। যা সরকারি কর্মচারীবিধি ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৯–এর পরিপন্থী।

এ অবস্থায় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কৈফিয়ত তলব করে ৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু ৫২ দিন পার হলেও তিনি কর্মস্থলেও ফেরেননি,কোনো ব্যাখ্যাও দেননি।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান জানান, “১১ মে থেকে বাবুল মিয়া কর্মস্থলে আসেননি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব না পাওয়ায় তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *