সর্বশেষ
15 Nov 2025, Sat

নেত্রকোণায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি বিষয়ক সেবা সহজীকরণের লক্ষ্যে নেত্রকোণা জেলার প্রতিটি উপজেলায় ১টি করে মোট ১০টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র-এর কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার(৩০ জুন) সকালে নেত্রকোণা সদর উপজেলায় “ভূমি সেবা সহায়তা কেন্দ্র কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুনমুন জাহান লিজা সহ অন্যানরা। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস বলেন,ভূমি বিষয়ক সেবা সহজীকরণের মাধ্যমে উপকার ভোগীগন সরকার নির্ধারিত ফি এর মাধ্যমে ভূমি বিষয়ক সেবা গ্রহন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *