
ডেস্ক রিপোর্টঃ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ জুন)দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা:মো:আনোয়ারুল হক।
প্রথম অধিবেশনে,দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক মো:জহিরুল আলম ভূঁইয়া’র সভাপতিত্বে ও দুর্গাপুর পৌর বিএনপি’র সদস্য সচিব মো:হারেজ গণি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো: শরীফুল আলম।প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,নেত্রকোণা জেলা বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী,সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট মো:মাহফুজুল হক,যুগ্ন আহবায়ক মো:মুজিবুর রহমান খান,যুগ্ন আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত,যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ন আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেলে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা:মো:আনোয়ারুল হক কমিটি ঘোষণা করেন।মো:জহিরুল আলম ভূঁইয়া কে দুর্গাপুর উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে ও মো: আব্দুল আওয়াল কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।এছাড়া আতাউর রহমান ফরিদ কে পৌর বিএনপি’র সভাপতি ও মো:হারেজ গণিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
