
ইকবাল ভূইয়া,আটপাড়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় লাঙ্গুলিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে।
সমিতির কার্য্যালয়ে রবিবার(২৯ জুন) সকাল ১১ ঘটিকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ হাকিম মাষ্টার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন।
গত ১৬ জুন তফসিল ঘোষনা করা হয়।১৩ ও ১৪ জুন মনোনয়ন ক্রয় এবং ২৬ জুন প্রত্যাহারের শেষ তারিখ ঘোষণা হলে সভাপতি পদে ৬ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেন।
পরে নির্ধারিত সময়ে ৫ জন প্রার্থিতা প্রত্যাহার করলে রাকিবুল হাসান সাঞ্জুকে বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়।এছাড়াও সহ- সভাপতি পদে ২ জন মনোনয়ন পত্র ক্রয় করেন। পরবর্তীতে ১জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে হুমায়ুন কবীরকে বেসরকারি ভাবে সহ- সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদে ৩ জন মনোনয়ন ক্রয় করলেও ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আনোয়ার হোসেন চাঁন মিয়া দোয়াত কলম ও হিরন আহমেদ হরিন প্রতীকে প্রতিদ্বন্ধিতা করবেন।
কোষাধ্যক্ষ পদে ইমরান হাসান টিউবয়েল ও আঃ রেজ্জাক মই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া পুরুষ সদস্য পদে ৫ জন মনোনয়ন পত্র ক্রয় করেন পরে নির্ধারিত সময়ে ১ জন মনোনয়ন প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল কাশেম, তোতা মিয়া,বিল্লাল মিয়া,ও সাদেক মিয়া এবং মহিলা সদস্যা পদে ৫ জনের মধ্যে ১জন প্রত্যাহার করায় ফুলেছা আক্তার, দুলেনা আক্তার, আলেহা আক্তার ও রোকসানা আক্তার কে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক মো সাজিদুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল হাকিম মাষ্টার, সদস্য খবিবুর রহমান, দেলোয়ার হোসেন মিটন,ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মোতালিব সুলতু,উপজেলা ছাত্রদলের সভাপতি টিটু ভূইয়া, সমিতির সদস্যবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য,আগামী ৭ জুলাই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
