সর্বশেষ
15 Nov 2025, Sat

৩১ দফা বাস্তবায়নে বারহাট্টায় কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল বারী ড্যানি’র লিফলেট বিতরণ

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ও নেত্রকোণা- ২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এটিএম আব্দুল বারী ড্যানি।

শুক্রবার (২৭ জুন) বিকেলে নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সিংধা ইউনিয়নের সিংধা মোড় ও আলোকদিয়া গুদারাঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বারহাট্টা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুন্নাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এটিএম আব্দুল বারী ড্যানি বলেন,”বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা কর্মসূচি দিয়েছিলেন সেটা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র নিয়ে কি ভাবছেন,দেশের মানুষের উন্নয়নের জন্য কি করতে চান তা দেশের প্রতিটি গ্রামেগঞ্জে পৌঁছে দিতে চাই। বিএনপি জনগণের দল,বিএনপি সব সময় ভোটের অধিকারের জন্য কাজ করেছে,মানুষের অধিকার নিয়ে কাজ করেছে।জনগণের কল্যাণের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি”।

তিনি আরো বলেন,”আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নেত্রকোনা-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছি।দেশ গঠনে এই দফাগুলো বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বারহাট্টার সিংধা ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *