সর্বশেষ
15 Nov 2025, Sat

নেত্রকোণায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস- ২০২৫ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণায় ২০২৪-২০২৫ অর্থবছরে ‘পোগ্রাম ইন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার)-এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সদর উপজেলা প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষক অংশ নেন।

পার্টনার প্রোগ্রামের নেত্রকোণা জেলার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্রের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছ্বাস পালের সঞ্চালনায় কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সালাউদ্দিন কায়সার,সদর উপজেলা সমবায় অফিসার মোঃ আনোয়ার হোসেন,নেত্রকোণা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন।

এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক, সরকারি কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কংগ্রেসে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের প্রদর্শনী করা হয় এবং অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে নিম গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন কৃষককে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *