সর্বশেষ
15 Nov 2025, Sat

মদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার মদন উপজেলার ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মদন, নেত্রকোণা’র আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় শুরু হয়ে দিনব্যাপী এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, ময়মনসিংহ বিভাগের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সালাহ উদ্দিন কায়সার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ, সমাজ সেবা কর্মকর্তা ইমরান হাবিব, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ,মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *