
মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধিঃ
“প্লাস্টিক দূষন আর নয়,বন্ধ করার এখনি সময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনের লক্ষ্যে বুধবার (২৫ জুন) উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন,কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া,দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক লুৎফুর রহমান ভূঁইয়াসহ আরো অনেকেই।বক্তারা বিপন্ন পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
ইউএনও ইমদাদুল হক তালুকদার বক্তব্যে পরিবেশ রক্ষার সুফল ও পরিবেশ বিপর্যয়ের কুফলের বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি পরিবেশ রক্ষার স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান।
