
মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দুয়া উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে এ প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক জসীম উদ্দীন আহমেদ(খোকন),পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম (শান্তি) প্রমুখ। মিছিলে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
উল্লেখ,গত রোববার (২২ জুন) বাড়ি থেকে সান্দিকোনা বাজারে আসার পথে ডাউকী এলাকায় বিএনপি নেতা রোকন উদ্দিন ভূঁইয়া’র উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করে।বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। হামলার ঘটনায় সান্দিকোনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পরপরই সান্দিকোনায় প্রতিবাদ মিছিল করে স্থানীয় নেতাকর্মীরা।
উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দুয়া উপজেলার ইউএনও ইমদাদুল হক তালুকদার ও ওসি মিজানুর রহমান জরুরী পদক্ষেপ গ্রহন করে।
