সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা,প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঞার (৬০) উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার ডাউকি গ্রামের মসজিদের সামনে সন্ত্রাসী হামলায় কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে।

জানা গেছে, আহত রোকন উদ্দিন ভূঞা সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ডাউকি গ্রামের বাসিন্দা আলাল উদ্দিনের ছেলে। তিনি (রোকন উদ্দিন ভূঞা) বিকেলে অটোরিকশায় করে সান্দিকোনা বাজারের দিকে যাচ্ছিলেন হামলাকারীদের বাড়ির সামনের পথ দিয়ে।ডাউকি মসজিদের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।পরে রোকন উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয়দের মতে, কয়েক দিন আগে রোকন উদ্দিনের ভাতিজা সজিবের সঙ্গে তাইজ্জত আলীর ছেলে রাকিবের কথাকাটাকাটি হয়েছিল।এরই জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

এ ঘটনার প্রতিবাদে রাতেই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাহিতপুর বাজারে বিক্ষোভ মিছিল করে তীব্র প্রতিবাদ জানায় এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ইতিমধ্যে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানানো হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাই।তিনি আরো বলেন, ছেলে-পেলেদের কথা কাটাকাটি বা মারামারির বিষয়টি রোকন উদ্দিন জানতেনই না।এ মূহুর্তে তার অবস্থা আশঙ্কাজনক ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছে । ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *