সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু

মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় রাহেলা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনাটি ঘটে রোববার(২২ জুন) দুপুরে কেন্দুয়া- নেত্রকোনা মহাসড়কে। নিহত রাহেলা বেগম জেলার বারহাট্রা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।

সুত্র জানায়,নেত্রকোনা থেকে
নিহত রাহেলা তার মেয়েকে নিয়ে সিএনজি যোগে কেন্দুয়া যাচ্ছিলেন। পথিমধ্যে অর্থাৎ সিংহেরগাও ক্লাব মোড় এলাকায় এসে তাদের বহনকারী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের সিএনজির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।এ সময় নিহত রাহেলাসহ একজন ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়।আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহেলাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান,নিহত রাহেলা তার মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে কেন্দুয়ায় যাচ্ছিলেন। কেন্দুয়া থেকে হিমাচল বাসে নারায়ণগঞ্জের কাঁচপুরে ছেলের বাসায় যাওয়ার কথা ছিল তার।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *