সর্বশেষ
15 Nov 2025, Sat

মোহনগঞ্জে বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্টঃ

আগের বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের অভিযোগে রুহুল রানা নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় শেয়ালবরশ ইউনিয়নের বউলাম এলাকার ভুক্তভোগী শাম্মি আক্তার বাদী হয়ে এ মামলা করেছেন।বিবাদী রুহুল রানা নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বড়তলী বানিহারী ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. মোতালেবের ছেলে।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন যে,বিবাদী রুহুল রানার সাথে ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের প্রথম বছরেই তাদের কোল জুড়ে আসে এক ফুটফুটে ছেলে সন্তান। জীবিকার তাগিদে বিবাদী রুহুল ঔষধ কোম্পানিতে চাকরি করতো সুনামগঞ্জে,সেখানে পরকীয়ায় লিপ্ত হয়।এর পর থেকেই দুজনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো, এক পর্যায় আসামি রুহুল একতরফা ডিভোর্স দিয়ে দেয় উক্ত মামলার বাদী শাম্মি আক্তারকে।

বাদী শাম্মি আক্তর আরো বলেন, আমাকে একতরফা ডিভোর্স দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখায় মামলা তুলে নেওয়ার জন্য, না হলে আমার অনেক বড় ক্ষতি করবে। কিন্তু আমি ভয় না পেয়ে মহামান্য আদালতে এসে আসামি রুহুলের নামে দুটি মামলা দায়ের করি (১) মামলা পারিবারিক কোর্টে (২) মামলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। আরেকটি মামলা দায়ের করি সেই মামলায় ২ বার জেল হাজতে যেতে হয়েছে আসামি রুহুল রানাকে।পরে আমি আরো জানতে পারি ২০২৪ সালে আমার বিয়ের বিষয় আমার বাচ্চার বিষয় গোপন করে আরেকটি বিয়ের উদ্যোগ নেয় ধর্মপাশা এলাকায়। এমতাবস্থায় তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই যেন আমার মতো অন্য কারো জীবন নিয়ে রুহুলের মতো নরপিচাশরা খেলা না করতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন অবশ্যই তাকে সঠিক শাস্তি দান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *