
মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মোজাফরপুর ইউনিয়নের মোজাফপুর (সম্পদূর্গাপাড়া) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
শনিবার (২১ জুন) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে জানা যায়,একই গ্রামের সানাউল্লাহ গং ও আব্দুল লতিব গংদের মধ্যে সকালের দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে লতিব গংদের লোকজন সানাউল্লাহর বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সানাউল্লাহর মা সাহেদা প্রতিপক্ষের আব্দুল লতিব, মনির, মতি মিয়া, আরিফ সহ বেশ কয়েকজন লোক তাদের বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেন। তিনি আরও জানান প্রতিপক্ষের হামলায় তার ছেলে সহ বেশ কয়েকজন আহত হয়েছে।
অপর দিকে আব্দুল লতিবের ছেলে মনির মিয়া বলেন, সানাউল্লাহ গংদের হামলায় আমার বাবা সহ কয়েকজন আহত হয়।প্রতিপক্ষের বাড়িতে হামলা করে টাকা পয়সা লুটপাট করার অভিযোগ মিথ্যা দাবী করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আজিজুল হক ও শহিদুল্লাহ বলেন,সানাউল্লাহ ও আব্দুল লতিব গংদের মধ্যে দীর্ঘদিন ধরে ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল, এরিমধ্যে আমরা গ্রামবাসী দেনদরবার করেও সমাধানে পৌঁছতে পারিনি। পরে তারা জমিটির প্রকৃত মালিক সনাক্তের জন্য আদালতের দারস্থ হন। কিন্তু আজ সকালে উভয় পক্ষ আবার এই জমি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়েছিল।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
