
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মেসার্স নাহার ট্রেডার্সের গোডাউন থেকে যৌথবাহিনীর অভিযানে ১৩ হাজার ৫১৫ কেজি চাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত কেন্দুয়া পৌর শহরের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যৌথ বাহিনীর একটি টিম অংশ নেয় এবং সন্দেহভাজন হিসেবে রুবেল এন্টারপ্রাইজের তিনজনকে প্রাথমিকভাবে আটক করা হয়।পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া যায়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, “এই ঘটনায় কাউকে গ্রেফতার দেখানো হয় নি এবং কোনো মামলাও দায়ের হয় নি”।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জব্দকৃত চালগুলো ‘ডিলার রেশন’ (ডি.আর) কর্মসূচির আওতাভুক্ত। যা নিয়ম বহির্ভূতভাবে মজুদ করা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন।
এ নিয়ে স্থানীদের অনেকে অভিযোগ করে বলেন , দীর্ঘদিন ধরেই ঐ গোডাউনে চাল মজুদের নামে অসাধু কার্যক্রম চলছিলো। প্রশাসনের এমন হস্তক্ষেপে আমরা সাধুবাদ জানাই।
