
ডেস্ক রিপোর্টঃ
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণা কর্তৃক তিন দিন (১৯শে জুন – ২১ শে জুন) ব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।
নেত্রকোণা সদর উপজেলা চত্বরে আয়োজিত উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী বিশ্বাস, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরুজ্জামান,উপপরিচালক, ডি এ ই, নেত্রকোণা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
দেশীয় ফল সবার কাছে পরিচিত করতেই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯. ০০ ঘটিকা হতে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত এই মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। ফল মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন দেশীয় ফল দেখতে এবং ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও বিভিন্ন জাতের ফলের চারা কিনতে পারবেন।
