সর্বশেষ
14 Nov 2025, Fri

কেন্দুয়ায় দিনব্যাপী নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

“কৃষিই সমৃদ্ধি” শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় দিন ব্যাপী নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

উক্ত প্রশিক্ষণে কৃষিতে কৃষকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়,খরচও কম হবে সে বিষয়ে জোর দেয়া হয় । যেমন- মাটি পরীক্ষা, ক্ষতিকর পোকা নিধন পদ্ধতি, সার প্রয়োগের পরিমাণ, সুষম খাদ্যাভ্যাস, কোথায় গেলে কী তথ্য পাওয়া যাবে-এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রশিক্ষণে তুলে ধরা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি উপ-পরিচালক মোঃ আব্দুল আওয়াল (শস্য), উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হানিফুজ্জামান, প্রশিক্ষণার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *