সর্বশেষ
15 Nov 2025, Sat

মোহনগঞ্জের সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে উপনির্বাচন অনুষ্ঠিত,সভাপতি কামাল আহমেদ

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন কামাল আহমেদ।সদ্য প্রয়াত সভাপতি মোহাম্মদ আলী আবু-চাঁনের মৃত্যুর পর পদটি শূন্য হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) সমাজ উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে ৪.৩০ মিনিট পর্যন্ত। জেলা বিএনপির তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত উপনির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম কার্ণায়েণ এর সভাপতিত্বে ও সদস্য সচিব টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপি’র সদস্য ও নেত্রকোণা পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু,জেলা বিএনপি’র সদস্য মোখলেছুর রহমান খান খসরু।

উপনির্বাচনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলরের মধ্যে ৪০৯ জন ভোট প্রদান করেন। ছাতা প্রতীকে ১৪১ ভোট পেয়ে কামাল উদ্দিন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল লতিফ বাদশা (আনারস) পেয়েছেন ১৩৩ ভোট, মো.এনামুল হক স্বপন (চেয়ার) ১২৭ ভোট এবং মো.ইজাজুল হক লিটন পেয়েছেন ৬ ভোট।

নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ শেষে জেলা বিএনপি’র প্রতিনিধিদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।

বিজয়ী কামাল আহমেদ প্রতিক্রিয়ায় বলেন, “এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি,এটি সকল নেতাকর্মীর সম্মিলিত অর্জন। সবাইকে নিয়ে দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করব ইনশাআল্লাহ।”
দলীয় নেতাকর্মীদের মতে,এ উপনির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপি’র কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *